নতুন স্মার্টফোন বাজারে ছাড়লো ওয়ালটন। 'প্রিমো এইচনাইন' মডেলের ফোনটিতে ব্যবহৃত হয়েছে ভয়েস ওভার লংটার্ম ইভোল্যুশন (ভিওএলটিই বা ভোল্টি) প্রযুক্তি।
৬.১ ইঞ্চির এইচডি প্লাস ইউ-নচ আইপিএস ডিসপ্লে সমৃদ্ধ ফোনটিতে রয়েছে অ্যান্ড্রয়েড ৯.০ পাই অপারেটিং সিস্টেম, ১.৬ গিগাহার্জ গতির অক্টাকোর এআরএম কোর্টেক্স-এ৫৫ প্রসেসর, পাওয়ারভিআর জিই৮৩২২ গ্রাফিক্স, ৩ জিবি ডিডিআর৪ র্যাম, ১২৮ গিগাবাইট মাইক্রো এসডি কার্ড সাপোর্টসহ ৩২ গিগাবাইট অভ্যন্তরীণ মেমোরি, ৩৫০০ মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি, ফেস আনলক, ফিঙ্গারপ্রিন্ট, ওটিএ ও ওটিজি।
ফোনটির পেছনে আছে এলইডি ফ্ল্যাশযুক্ত ১৩ এবং ২ মেগাপিক্সেলের অটোফোকাস ডুয়াল ক্যামেরা। এফ ২.০ অ্যাপারচার সমৃদ্ধ এই ক্যামেরায় ব্যবহৃত হয়েছে এআই (আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স) এবং পিডিএএফ প্রযুক্তি।
সামনে রয়েছে ৮ মেগাপিক্সেল ক্যামেরা। দেশে তৈরি এই স্মার্টফোনে থাকছে ৩০ দিনের রিপ্লেসমেন্টসহ এক বছরের বিক্রয়োত্তর সেবা। ফোনটি ক্যামেলিয়ন ব্ল্যাক, পার্পল, সাইয়ান ব্লু এবং অরোরা গ্রিন রঙে পাওয়া যাবে। দাম ৮ হাজার ৬৯৯ টাকা।
৬.১ ইঞ্চির এইচডি প্লাস ইউ-নচ আইপিএস ডিসপ্লে সমৃদ্ধ ফোনটিতে রয়েছে অ্যান্ড্রয়েড ৯.০ পাই অপারেটিং সিস্টেম, ১.৬ গিগাহার্জ গতির অক্টাকোর এআরএম কোর্টেক্স-এ৫৫ প্রসেসর, পাওয়ারভিআর জিই৮৩২২ গ্রাফিক্স, ৩ জিবি ডিডিআর৪ র্যাম, ১২৮ গিগাবাইট মাইক্রো এসডি কার্ড সাপোর্টসহ ৩২ গিগাবাইট অভ্যন্তরীণ মেমোরি, ৩৫০০ মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি, ফেস আনলক, ফিঙ্গারপ্রিন্ট, ওটিএ ও ওটিজি।
ফোনটির পেছনে আছে এলইডি ফ্ল্যাশযুক্ত ১৩ এবং ২ মেগাপিক্সেলের অটোফোকাস ডুয়াল ক্যামেরা। এফ ২.০ অ্যাপারচার সমৃদ্ধ এই ক্যামেরায় ব্যবহৃত হয়েছে এআই (আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স) এবং পিডিএএফ প্রযুক্তি।
সামনে রয়েছে ৮ মেগাপিক্সেল ক্যামেরা। দেশে তৈরি এই স্মার্টফোনে থাকছে ৩০ দিনের রিপ্লেসমেন্টসহ এক বছরের বিক্রয়োত্তর সেবা। ফোনটি ক্যামেলিয়ন ব্ল্যাক, পার্পল, সাইয়ান ব্লু এবং অরোরা গ্রিন রঙে পাওয়া যাবে। দাম ৮ হাজার ৬৯৯ টাকা।
0 Comments