সন্ধান_দিন_চিলমারী_কুড়িগ্রাম

জিবনের শেষ সময়ে এসে একনজর পরিবারকে দেখতে চায় মাজিদী(৫১)



জিবনের শেষ সময়ে এসে একনজর পরিবারকে দেখতে চায় মাজিদী(৫১)
মজিদী(৫১) এখন সিলেটে আছেন।এক সম্ভ্রান্ত পরিবারে তার বিয়ে হয়েছে।একটা মেয়ে আছে তার ও বিয়ে হয়ে গেছে।যখন তার বয়স ৫-৬ বছর তখন অভাবের কারণে একদিন তার নানীর সাথে ঢাকায় আসেন।মূলত নানী তাকে সঙ্গে আনেন।তার নানী ও সে ভিক্ষা করতো।
সেখান থেকে একদিন মজিদী হারিয়ে যায়।বিছিন্ন হয়ে যায় নানীর সাথে তার যোগাযোগ।ঢাকার মেসের এক ছেলে তাকে যায়গা দেয় এবং তার নিজের কাছে রাখে।তার পর সেই ছেলের সাথে তার দেশের বাড়ি সিলেট যায়।সেখানেই বেড়ে উঠা।উক্ত পরিবার তার বিয়ে দিয়ে দেয়। এখন মাসআল্লাহ মজিদী সুখেই আছেন কিন্তু শারীরিকভাবে অসুস্থ বোধ করেন।বয়স হয়েছে।মাঝে মাঝে পরিবারের লোকজনের কথা মনে পড়ে কিন্তু আসবার কোন উপায় নাই।তিনি তো কাউকে চেনেন না।
আর.জে কিবরিয়ার এফ এম রেডিওতে প্রচারের মাধ্যমে স্বজনদের খোজ পাচ্ছেন অনেকে।সেই আশা নিয়ে মজিদী এসেছেন কিবরিয়ার স্টুডিওতে।বললেন তার জিবনের ঘটনা।
এটাও জানালেন,কেউ যেন মন না করে জিবনে এখন বয়স্ক তাই নিজের ভাড় আত্নীয়দের ঘাড়ে চাপাতে চান মজিদী।তিনি তার শ্বশুর বাড়িতেই ভাল আছেন।শুধু জিবনের একবার হলেও নিজস্ব আত্নীয় স্বজনদের একবার দেখতে চান।বলতে পারেন শেষ ইচ্ছা।

মজিদীর বর্ণনা অনুযায়ী তার বাসা চিলমারী কিংবা রৌমারী,রাজিবপুর।
তার বাবার নাম-মঈনুদ্দিন সরকার।
গ্রাম- ব্যাপারী পাড়া।
তার মামার নাম-আবু বক্কর
তার দুইটা ভাই ছিল নাম,নুরুজ্জামান ও সুরুজ্জামান।
বোনের নাম-মনিজী।
নিচে কমেন্ট এ ভিডিওটি দেওয়া হবে।দেখে নিবেন।এবং মজিদীকে তার পরিবার খুজে পেতে সহযোগিতা করবেন।

Post a Comment

0 Comments