এর_চেয়ে_বেশি_ফজিলতের_কোন_হাদিস_আমার_জানা_নেই


রাসুল (সাঃ) বলেছেন,
যে ব্যক্তি মুসলিম পুরুষ ও মুসলিম নারীদের জন্য আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করবে, তাহলে প্রত্যেক মুসলিমের জন্য একটি করে সওয়াব আল্লাহ তার আমল নামায় লিখে দেবেন।
(ত্বাবরানী, শাইখ আলবানী হাদীছটিকে হাসান সহিহ বলেছেন, সহীহুল জামে হা/৬০২৬)
কিভাবে তাদের জন্য ক্ষমা চাইবেন
আল্লাহ তা’লা নিজেই সুন্দর বাক্য শিখিয়ে দিয়েছেন তাই চাইলেই এভাবে নিজের জন্য নিজের পিতামাতার জন্য এবং সমস্ত মু’মিনদের জন্য আল্লাহর কাছে ক্ষমা চাইতে পারেন কিংবা নিজের ভাষায়ও তাদের জন্য আল্লাহর কাছে ক্ষমা চাইতে পারেন-
رَبَّنَا اغْفِرْ لِي وَلِوَالِدَيَّ وَلِلْمُؤْمِنِينَ يَوْمَ يَقُومُ الْحِسَابُ
উচ্চারণঃ রব্বানাগ-ফিরলি ওয়ালি ওয়ালি-দাইয়্যা ওয়ালিল মু’মিনিনা ইয়াওমা ইয়াকুমুল হি’সাব।
অর্থঃ হে আমার প্রতিপালক! যেদিন হিসাব হবে সেদিন আমাকে, আমার পিতা-মাতাকে এবং বিশ্বাসীদেরকে ক্ষমা করো।’*
(সুরা ইব্রাহিম- আয়াত ৪১)
কোন সময় দোয়া করবেন*
যে কোন সময় দোয়া করতে পারেন।
➖ তবে নামাজের সিজদায় সবচেয়ে বেশি দোয়া কবুল হয় তাই ফরজ হোক আর সুন্নাত নফল হোক যে কোন নামাজের সিজদায় সিজদার তাসবিহ পড়ার পর উপরোক্ত দোয়াটা করতে ভুলবেন না।
➖আর এটা বারবার আল্লাহর কাছে চাইলে ইন শা আল্লাহ ১দিকে যেমন আপনি আল্লাহর ক্ষমা লাভ করবেন অন্যদিকে প্রতিবারের জন্য এতো বিশাল পরিমাণ সওয়াবের অধিকারি হবেন যেটা লক্ষ কোটি দিয়েও বুঝানো সম্ভব নয়।

Post a Comment

0 Comments