তাহাজ্জুদের সালাত পড়া যেভাবে শুরু করবেনঃ

তাহাজ্জুদের সালাত পড়া যেভাবে শুরু করবেনঃ
প্রথমে সালাতের জন্য নিয়্যাত করবেন। অর্থাৎ নিয়্যাত মানে মনের ইচ্ছা। অর্থাৎ (আমি ক্বিবলামুখী হয়ে তাহাজ্জুদের দুই রাকায়াত সুন্নাত সালাত আদায় করছি) আল্ল-হু আকবার।
তারপর করণীয় হলোঃ ছানা পড়া। নিচে ছানা দেওয়া হলোঃ
"সুবহা-নাকাল্ল-হুম্মা ওয়া বিহামদিকা ওয়াতাবারা কাসমুকা ওয়া তাআ'লা- জাদ্দুকা ওয়া লা-ইলাহা গয়রুক।"
আ'উযুবিল্লাহিমিনিনাশ শায়ত্ব-নির রজীম
বিসমিল্লাহির রহমানির রহীম।
(১) আলহামদুলিল্লাহি রব্বিল আ’-লামীন।
(২) আর রহমা-নির রহীম।
(৩) মা-লিকি ইয়াওমিদ্দীন।
(৪) ইয়্যাকা না’বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন।
(৫) ইহ্দিনাস সিরা-তল মোস্তাকীম।
(৬) সিরা-ত্বল্লাযীনা আনআ'মতা আ'লাইহিম।
(৭) গয়রিল মাগদূবি আ'লাইহিম ওয়ালাদ্দ্বোয়া----ল্লী---ন।
(আমীন)
(তারপর যেকোনো একটি সূরা। এক্ষেত্রে আমি উদাহরণ স্বরূপ একটি সূরা যুক্ত করলাম)
বিসমিল্লাহির রহমানির রহীম
(১) ইন্না--- আ‘তয়না- কাল কাউছার।
(২) ফাসল্লি লিরব্বিকা ওয়ানহার।
(৩) ইন্না শা-নিয়াকা হুওয়াল আবতার।
★তারপর আল্ল-হু আকবার বলে রুকূ করবেন।
★রুকূতে গিয়ে পড়বেনঃ
"সুবহা-না রব্বিইয়াল আযীম"
(৩, ৫,৭ বার পড়তে পারেন)
★রুকূ হতে দাঁড়ানোর সময় পড়বেনঃ
"সামিআল্ল-হু লিমান হামিদাহ, রব্বানা- লাকাল হামদ, হামদান কাছিরান, তয়্যিবান, মুবারাকান ফিহি"।
★তারপর "আল্ল-হু আকবার " বলে সিজদাহ করবেন।
★সিজদায় পড়বেনঃ "সুবহা-না রব্বিইয়াল আ'লা" (৩,৫,৭ বার পড়তে পারেন)
★সিজদাহ হতে উঠার সময় বলবেন, "আল্ল-হু আকবার"।
উল্লেখ্য, দুই সিজদার মধ্যে কিছু দোয়া রয়েছে। যেমনঃ
" আল্ল-হুম্মাগফিরলী, ওয়ারহামনী, ওয়াহদ্বীনি, ওয়া আফীনি, ওয়ারজুক্বনী"
★আবার সিজদাহ করবেন এবং বলবেন, "সুবহা-না রব্বিইয়াল আ'লা"। (৩,৫,৭ বার পড়বেন)। এবং " আল্ল-হু আকবার " বলে দাঁড়িয়ে যাবেন। (উল্লেখ্য, আপনার এক রাকায়াত সম্পন্ন হয়ে গেল)
★দ্বিতীয় রাকায়াত যেভাবে পড়বেন সেটা হলোঃ
সিজদা হতে দাঁড়িয়ে যথারীতি সূরা ফাতিহা পড়বেনঃ
নিচে সূরা ফাতিহা দেওয়া হলোঃ
" বিসমিল্লাহির রহমানির রহীম। (১) আলহামদুলিল্লাহি রব্বিল আ’-লামীন।
(২) আর রহমা-নির রহীম।
(৩) মা-লিকি ইয়াওমিদ্দীন।
(৪) ইয়্যাকা না’বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন।
(৫) ইহ্দিনাস সিরা-তল মোস্তাকীম।
(৬) সিরা-ত্বল্লাযীনা আনআ'মতা আ'লাইহিম।
(৭) গয়রিল মাগদূবি আ'লাইহিম ওয়ালাদ্দ্বোয়া----ল্লী---ন।"
(আমীন)
★তারপর অন্য আরেকটি সূরা পড়বেন। এক্ষেত্রে আপনার সুবিধার্থে একটি সূরা যুক্ত করা হলোঃ
" বিসমিল্লাহির রহমানির রহীম।
(১) ক্বুল হুওয়াল্ল-হু আহাদ।
(২) আল্ল-হুস সমাদ।
(৩) লাম ইয়ালিদ, ওয়া লাম ইউলাদ।
(৪) ওয়া লাম ইয়া কুল্লাহু- কুফুওয়ান আহাদ। "
★সূরা পড়া শেষে "আল্ল-হু আকবার" বলে রুকূ করবেন, রুকূর তাসবিহ পড়বেন, " সামিআল্ল-হু লিমান হামিদাহ, রব্বানা- লাকাল হামদ, হামদান কাছিরান, ত্বয়্যিবান, মুবারাকান ফিহি " তারপর " আল্ল-হু আকবার " বলে সিজদাহ করবেন এবং সিজদাহ এর তাসবিহ পড়বেন এবং পরপর দুইটি সিজদাহ করে সোজা হয়ে বসবেন এবং ★আত্তাহিয়্যাতু ★ পড়বেন। নিচে আত্তাহিয়্যাতু দেওয়া হলোঃ
"আত্তাহিয়্যাতু লিল্লাহি ওয়াস সলাওয়া-তু ওয়াতত্বয়্যিবাতু আসসালামু আলাইকা আয়্যুহান নাবিয়্যু ওয়া রহমাতুল্ল-হি ওয়া বারাকা-তুহ, আসসালামু আলাইনা- ওয়া আ'লা ইবাদিল্লাহিস স-লিহী-ন। আশহাদু আল্লা--- ইলা-হা ইল্লাল্ল-হু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রসূলুহ।"
★তারপর দুরূদ শরীফ পড়বেন। দুরূদ শরীফ হলোঃ
"আল্ল-হুম্মা সল্লি আ'লা মুহাম্মাদিঁও ওয়া আ'লা--- আ-লী মুহাম্মাদ, কামা সল্লাইতা আ'লা--- ইবরা-হীমা ওয়া আ'লা--- আ-লী ইবরা-হীম, ইন্নাকা হামীদুম মাজীদ । আল্ল-হুম্মা বা-রিক আ'লা- মুহাম্মাদিঁও ওয়া আ'লা--- আ-লী মুহাম্মাদ, কামা বা-রকতা আ'লা--- ইবরা-হীমা ওয়া আ'লা--- আ-লী ইবরা-হীম, ইন্নাকা হামীদুম মাজীদ ।"
★তারপর দোয়ায়ে মাসুরা পড়বেন। দোয়ায়ে মাসুরা হলোঃ
"আল্ল-হুম্মা ইন্নী যলামতু নাফসী যুলমাং কাসীরওঁ ওয়ালা ইয়াগফিরুয যুনূবা ইল্লা--- আংতা, ফাগফির লী মাগফিরাতাম মিন ইংদিকা ওয়ারহামনী, ইন্নাকা আংতাল গফূরুর রহীম।"
★তারপর সালামের মাধ্যমে সালাত শেষ করবেন। অর্থাৎ
★আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহ★ বলে সালাত শেষ করবেন।
উল্লেখ্য, তাহাজ্জুদের সালাত ২ রাকায়াত করে মোট ৮ রাকায়াত আদায় করবেন। এবং সেটা রাতের শেষ প্রহরে আদায় করতে হয়। অর্থাৎ রাতকে ৩ ভাগ করে প্রথম ২ ভাগ সময় বাদ দিয়ে শেষের ভাগে আদায় করবেন।

Post a Comment

0 Comments