বিবাহ!

অবিবাহিত ছেলে-মেয়েদের জানা প্রয়োজন। বিয়ের ক্ষেত্রে বিভিন্ন বিষয়ের সুন্নত সমূহ"
-বিয়ের সুন্নত গুলো
-শাওয়াল মাসে বিয়ে করা সুন্নত।
-জুম'অার দিন (শুক্রবার) বিয়ে করা সুন্নত।
-মসজিদে বিয়ে করা সুন্নত।
-বিয়ের অাগে বিয়ের কথা ঘোষনা দেওয়া সুন্নত।
-বিয়ের শেষে তাবারুক বিশেষ করে খেজুর সবার মাঝে সিটিয়ে দেওয়া সুন্নত।
-বিয়ের অাগে মেয়ে দেখা সুন্নত। তবে শুধু মুখ দেখা অন্য কিছু না। মেয়ের হাত, পা, চুল, হাটা দেখা এইসব দেখা জায়েজ নাই কিন্তু এইসব জিজ্ঞাসা করে জানা যাবে।
-মোহর/দেনমোহরের টাকা বিয়ের অাগে নির্ধারন করে নেওয়া সুন্নত।
-মোহরের টাকা যথাসম্ভব কম ধরা (যাতে করে সহজে মোহরের টাকা স্ত্রীকে পরিশোধ করা যায়) সুন্নত।
-বিয়ের প্রথম রাত অর্থ্যাৎ বাসর রাত শাওয়াল মাসে হওয়া সুন্নত।
-বাসর ঘরে প্রথমে স্বামী ঢুকা পরে স্ত্রী ঢুকা এবং স্ত্রীকে সাথে করে কেউ নিয়ে যাওয়া সুন্নত।
-বাসর ঘরে ঢুকে প্রথমে ২ রাকাত নামায পড়া এবং স্ত্রীও স্বামীর পিছনে ২ রাকাত নামায পড়া সুন্নত।
-২ রাকাত নামাযের পর স্ত্রীর কপালের চুল ডান হাত দিয়ে ধরে চেহারার দিকে তাকিয়ে একটি দোয়া পড়া সুন্নত।
★কেমন মেয়ে হওয়া দরকার- মেয়েকে সবার অাগে নামাযী, পর্দানশীন, দ্বীনদার, পরহেজগার কিনা এটা দেখা তারপর সুন্দর্য, বংশ, সম্পদশালী কিনা ইত্যাদি। তবে নামাযী, পর্দানশীন, দ্বীনদার, পরহেজগার স্ত্রীকেই প্রাধান্য দেওয়া।
★কেমন ছেলে হওয়া দরকার- ছেলে নামাযী, দ্বীনদার, পরহেজগার, চরিত্রবান, সৎ এবং দানশীল হওয়া।
মহান অাল্লাহ পাক অামাদের সবাইকে (অবিবাহিতদের) রসূলে পাক (সাঃ) এর সুন্নতের উপর অামল করে বিবাহ করার তৌফিক দান করুক,

Post a Comment

0 Comments