আমাদের সবারি একটা করে মাউস আছে। আর হোক সে মাউস গো বেচারা টাইপ কিংবা ভিশন স্মার্ট গেমিং টাইপ
অধিকাংশ মাউসেরি একটা মিডিল বাটন আছে যা আমরা স্ক্রলিং এর জন্য ইউস করি।
কিন্তু আপনি কি জানেন এই মাঝের বোতাম এর স্ক্রলিং ছাড়াও আছে নানান কাজ যা
আমার প্রাত্তাহিক কাজ কে করে আরও ফাস্ট আর সাবলীল? আসুন জেনে নেই এর
জাদুকরী কিছু ব্যবহার।
১। ব্রাউসারে কোন ট্যাব এর ওপর এই মিডিল ক্লিক করলে ট্যাব টি বন্ধ হয়ে যাবে।
২।
যদি কোন লিঙ্ক এ গিয়ে এই মাঝের বোতামে ক্লিক করেন তাহলে লিঙ্ক টি অন্য
ট্যাবে গিয়ে ওপেন হবে। রাইট ক্লিক করে ওপেন ইন নিউ ট্যাব এ ক্লিল করার এত
ঝামেলা পোহাতে হবেনা। বিশ্বাস না হলে এখানেই ট্রাই করে দেখুন
৩।
ব্রাউসারে পেজের ফাঁকা যায়গায় যদি এটা ক্লিক করেন তাহলে একটা অ্যারো দেখা
যাবে যা মাউস নাড়াচাড়া করে অটো স্ক্রল করতে পারবেন স্লোমোশনে।
৪।
বুকমার্ক করা কোন ফোল্ডারে রাখা সব লিঙ্ক একসাথে ওপেন করতে শুধু সেই
ফোল্ডারে মাউস নিয়ে মাঝের বোতামে ক্লিক করুন। ঝপাং করে খুলে যাবে সব
ফোল্ডার আলাদা আলদা ট্যাবে।
৫।
উইন্ডো তে টাস্ক বারের আইকনে মিডিল ক্লিক করলে সেই সফটওয়্যার টি ওপেন হবে।
আবার মাঝের ক্লিক করলে তার একটা ইন্সট্যান্স আবার ওপেন হবে। যেমন মনে করেন
আপনি ফোল্ডার আইকনে ক্লিক করলেন একটা উইন্ডো ওপেন হল (ফাইল এক্সপ্লরার)
আবার ক্লিক করলে আরেকটা ফোল্ডার ওপেন হবে। একি ভাবে নটপ্যাড বা ব্রাউসার বা
প্লেয়ার এর ক্ষেত্রেও সেম কাজ হবে।
৬।
যদি ওপেন করা কোন আইকনের ওপর মাউস হভার করেন তাহলে যে প্রিভিউ দেখাবে
টাস্কবারে, তাতে মিডিল ক্লিক করলে উক্ত সফটওয়্যার টি বন্ধ বা ক্লোজ হয়ে
যাবে।
হুম, সিলি কিন্তু আর যাই বলুন কাজের সুবিধে কিন্তু অনেক। বিশেষ করে ব্রাউজারের ট্যাব ক্লোজ আর লিঙ্ক ওপেন টা কিন্তু আমি ফ্রিকুয়েন্টলি ইউস করি। একবার করে দেখুন, সেই মজা!!
0 Comments