আল্লাহর সাহায্য এবং তাওফীক লাভ


অনেক সময়ই আমরা বিভিন্ন আমল করতে চাই, (যেমন: তাহাজ্জুদ পড়া, হারাম বর্জন করা); কিন্তু পেরে উঠি না। ঘড়িতে এলার্ম দিয়ে রাখি, কাউকে ডেকে দিতে বলি, পাশে পানি রাখি ইত্যাদি। তারপরও পারি না। কেনো বলুন তো?
কারণ আপনি তাওফীক প্রাপ্ত হননি। তাওফীক পেতে সহজসাধ্য ২/৪ লাইন বলার চেষ্টা করবো, ইন শা আল্লাহ।
আপনি কোনো কুকুরের পাহারারত বাড়িতে ঢুকলেন। অপরিচিত দেখেই কুকুর তেড়ে আসবে। তখন আপনি কি করবেন? এর সাথে মুজাহাদা করবেন? দৌড়ে পালাবেন? কিন্তু এরচে ও সহজ হলো এর মনিব কে ডেকে সাহায্য চাওয়া। তেমনি নফসের দুশমনি, শয়তানের ওয়াসওয়াসা তে আপনি কুপোকাত। শত চেষ্টাতেও আপনি হেরে যাচ্ছেন। কি করবেন!
সহজ হিসেব; এদের মনিব, আল্লাহর কাছে সাহায্য চাইবেন। বান্দার জন্য কোনো কিছুই আল্লাহর সাহায্য ছাড়া সম্ভব নয়।
এজন্য আপনি কি করবেন?
• বেশি বেশি দুআ করতে হবে, আল্লাহর কাছে চাইতে হবে।
• তাওফীক প্রার্থনা করতে হবে; সাহায্য যেনো আল্লাহর পক্ষ থেকে আসে, তা চাইতে হবে।
• বেশি বেশি মুখাপেক্ষিতা, দুর্বলতা, অক্ষমতা প্রদর্শন করতে হবে। আপনি প্রতিটি কাজেই যে মুখাপেক্ষী তা রবের সমীপে প্রকাশ করুন।
• পূর্ণাঙ্গ দাসত্বে প্রত্যাবর্তন করুন। ইমাম ইবনুল কায়্যিম রাহি. বলেন, বান্দা পূর্ণাঙ্গ দাসত্ব করলেই আল্লাহর সাহায্য আসবে।
• আল্লাহর হকের ব্যাপারে অবহেলা করলে আপনি সাহায্য প্রাপ্ত হবেন না, হবেন বঞ্চিত।
এরকম একটি দুআ মনে পড়ছে;
"আল্লাহ আমি ছাড়া আপনার লক্ষ্য কোটি বান্দা আছে, কিন্তু আপনি ছাড়া আমার আর কোনো রব নেই, চাওয়ার জায়গা নেই। দয়া করে আপনি আমাকে ফিরিয়ে দিবেন না মালিক।"
ইং শা আল্লাহ, এরপর আপনি তাওফীক প্রাপ্ত হবেন।

Post a Comment

0 Comments